AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩৯টি সংসদীয় আসনের সীমানায় আসছে পরিবর্তন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১১ পিএম, ৩০ জুলাই, ২০২৫

৩৯টি সংসদীয় আসনের সীমানায় আসছে পরিবর্তন

ভোটার সংখ্যা, জনসংখ্যা ও ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে কিছু এলাকায় আসন সংখ্যা কমছে, আবার কোথাও বাড়ছে।

বুধবার (৩০ জুলাই) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, একটি বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনগুলোর বর্তমান সীমানা যাচাই করে নতুন প্রস্তাবনা দিয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলায় একটি নতুন আসন যুক্ত হচ্ছে, অন্যদিকে বাগেরহাটে একটি আসন কমানো হচ্ছে।

আনোয়ারুল ইসলাম বলেন, “সীমানা পুনর্নির্ধারণ আইন, ২০২১–এর ৬ নম্বর ধারা অনুযায়ী প্রশাসনিক কাঠামো, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারির তথ্যের ভিত্তিতে আসনের সীমানা নির্ধারণ করতে হয়। যদিও ২০২২ সালের আদমশুমারির কিছু তথ্যের সঙ্গে বর্তমান বাস্তবতা পুরোপুরি মেলে না, তবে হালনাগাদ ভোটার তালিকার ভিত্তিতে গড় ভোটারসংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২০ হাজার।”

তিনি আরও জানান, কারিগরি কমিটি ভোটার ঘনত্ব অনুযায়ী বিশ্লেষণ করে যে জেলায় সবচেয়ে বেশি ভোটার, সেখানে একটি অতিরিক্ত আসনের সুপারিশ করেছে। আর যেখানে ভোটারসংখ্যা সবচেয়ে কম, সেই জেলার একটি আসন বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

কমিটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভোটারসংখ্যা গাজীপুরে—যার ফলে সেখানে একটি নতুন আসন যোগ হচ্ছে। অন্যদিকে বাগেরহাটে সবচেয়ে কম ভোটার থাকায় একটি আসন বাতিল করা হচ্ছে।

যে ৩৯টি আসনের সীমানা পরিবর্তন হচ্ছে, সেগুলো হলো: পঞ্চগড় -১ ও ২, রংপুর- ৩, সিরাজগঞ্জ - ১ ও ২, সাতক্ষীরা- ৩ ও ৪, শরিয়তপুর- ২ ও ৩, ঢাকা- ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর- ১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ- ৩, ৪ ও ৫, সিলেট- ১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া- ২ ও ৩, কুমিল্লা ১, ২, ১০ ও ১১, নোয়াখালী ১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম- ৭ ও ৮, বাগেরহাট - ২ ও ৩ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই সীমানা পরিবর্তনের মাধ্যমে ভৌগোলিক ভারসাম্য, জনসংখ্যার ঘনত্ব এবং ভোটারের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

 

একুশে সংবাদ/এন.ট/এ.জে

Link copied!