দেশের বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা প্রশাসন ক্যাডারের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নতুন পদায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনারদের অধীনে দায়িত্ব অর্পণ করেছে।
বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত পৃথক আটটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে অবমুক্ত করে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রত্যাহার করা এই কর্মকর্তারা এখন থেকে বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে পরবর্তী পদায়নের জন্য অপেক্ষমাণ থাকবেন।
একুশে সংবাদ/এ.জে