জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠক সন্ধ্যা ৭টার দিকে শুরু হয় বলে জানিয়েছেন এনসিপির একাধিক সূত্র।
তবে এই সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি। এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন, “আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্থান পেতে পারে। তবে বিস্তারিত জানতে আমাদের দলীয় ফোরামের পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
উল্লেখ্য, গত কয়েক দিনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন।
এই প্রেক্ষাপটে নাহিদ ইসলামের হঠাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি করেছে।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে