রাজধানী ঢাকায় আজ (রোববার) একাধিক ছাত্র ও রাজনৈতিক সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) আয়োজন করছে "ছাত্র সমাবেশ", কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজন করছে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজন করছে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান।
এসব সমাবেশকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ, ডাইভারশন রুট এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে জানান, “গত জুনে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকেও আমরা অনুমতি নিয়েছিলাম।”
তবে এনসিপির পক্ষ থেকে শহীদ মিনারে একই তারিখে সমাবেশের অনুরোধ জানানো হলে, “উদারতা ও পরমতসহিঞ্চুতা” দেখিয়ে ছাত্রদল সমাবেশ স্থান শাহবাগে সরিয়ে নেয়।
ছাত্রদল আরও জানায়, “রাজধানীতে কর্মদিবসে জনভোগান্তি সৃষ্টি হতে পারে, সেটি আমরা বুঝি। এজন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছি এবং নগরবাসীর সহানুভূতির প্রত্যাশা করছি।”
এদিকে এনসিপি জানিয়েছে, তাদের সমাবেশে “নতুন বাংলাদেশের ইশতেহার” ঘোষণা করা হবে। এক ফেসবুক পোস্টে দলটি লিখেছে, “৩ আগস্ট, কেন্দ্রীয় শহীদ মিনারে ইতিহাসের সন্ধিক্ষণে দেখা হবে আপনাদের সঙ্গে।”
ডিএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকাগুলোয় আজ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাপক জনসমাগম প্রত্যাশিত। ফলে নিচের এলাকাগুলোতে চলাচলে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে:
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তরের যানবাহনগুলো বাংলামোটর বা সোনারগাঁও সিগন্যাল হয়ে হেয়ার রোড/মিন্টু রোড দিয়ে চলাচল করবে।
কাটাবন মোড়: পশ্চিম দিক থেকে আগত যানবাহন কাটাবন থেকে শাহবাগে না গিয়ে নীলক্ষেত/পলাশী কিংবা হাতিরপুল হয়ে বাংলামোটর হয়ে চলবে।
মৎস্য ভবন মোড়: হাইকোর্ট বা কদম ফোয়ারা হয়ে আসা যানবাহন মৎস্য ভবন থেকে হেয়ার রোড/মগবাজার রোড ব্যবহার করবে।
টিএসসি/রাজু ভাস্কর্য: দোয়েল চত্বর/নীলক্ষেত হয়ে আগত যানবাহন শাহবাগে না গিয়ে বিকল্প পথে চলবে।
এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া শহীদ মিনার সংলগ্ন রাস্তা এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ যথাসম্ভব এড়িয়ে চলতে বলা হয়েছে।
রাজনৈতিক কর্মসূচির কারণে জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে দায়িত্বশীল অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে প্রশাসন ও আয়োজক সংগঠনগুলো। ঢাকা শহরের সাধারণ জনগণ ও পরীক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
একুশে সংবাদ/এ.জে