ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ পাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী অন্তু (২৬) ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় পদ্মা সেতু পার হয়ে আসা অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, নিহত দুইজন মোটরসাইকেলে করে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। টোলপ্লাজা পার হওয়ার পরই পেছন থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। তবে, বাসটি শনাক্ত করার আগেই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে