ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের তদন্ত গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৮ মে) বিকেলে সচিবালয়ে তার দপ্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাতে আইইআর-এর পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমসহ কয়েকজন ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অধ্যাপক হোসনে আরা বেগম বলেন,“আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে সাম্য হত্যার সুষ্ঠু বিচার হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন এবং প্রয়োজনীয় নোট নিয়েছেন।”
সাম্যর বন্ধু এসএস নাহিন ইসলাম বলেন, “শাহবাগ থানাকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হলেও আশানুরূপ অগ্রগতি পাইনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে তদন্ত ডিবির কাছে হস্তান্তর করা হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন,“আমরা পুরোপুরি সন্তুষ্ট না হলেও আশাবাদী। আমাদের মূল দাবি একটাই—সাম্য হত্যার বিচার। আন্দোলন চলমান রয়েছে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
সাক্ষাৎকারে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসকে ‘প্রথম ধাপ’ হিসেবে দেখলেও সবাই একমত যে আসামিদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরুর মধ্যেই জনগণের আস্থা ফিরবে। ক্যাম্পাসজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে এবং শিক্ষার্থীরা জানিয়েছেন, কোনো রাজনৈতিক ব্যানারে নয়, বিচারের দাবিতেই তারা ঐক্যবদ্ধ।
উল্লেখ্য, সাম্য হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক পক্ষ মতপ্রকাশ করলেও, আন্দোলনকারীদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, "আমাদের একটাই পরিচয়—আমরা সাম্যর সহপাঠী, বন্ধু এবং বিচারপ্রার্থী।"
স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস অনুযায়ী তদন্ত দ্রুত ডিবির কাছে হস্তান্তর এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার শুরু হলে ছাত্রসমাজের আস্থা পুনরুদ্ধারের পথ খুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে