AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীর বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৭ পিএম, ১৭ মে, ২০২৫

রাজধানীর বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামীকাল রোববার (১৮ মে) থেকে এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে—কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও এর আশপাশের এলাকা।

এর আগে গত ১৫ মে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সুপ্রিম কোর্ট ও বিচার প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল। প্রধান বিচারপতির সরকারি বাসভবন, জাজেস কমপ্লেক্স, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করে ডিএমপি।

এ ছাড়া যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে এমন যেকোনো সড়ক অবরোধ ও হঠাৎ কর্মসূচি গ্রহণ থেকে বিরত থাকতে জনসাধারণকে আবারও আহ্বান জানিয়েছে ডিএমপি। নিরাপত্তা ও জনদুর্ভোগ রোধে আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!