জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং তাদের নিবন্ধনও বহাল আছে। কেবল দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
ড. ইউনূস বলেন, “তারা এখনও বৈধ রাজনৈতিক দল। শুধু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রয়েছে। যেকোনো মুহূর্তে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে।”
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতে। কমিশনই ঠিক করবে কোন দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আওয়ামী লীগের সমর্থক আছে, তবে আমি মনে করি না তাদের লাখ লাখ সমর্থক রয়েছে। সমর্থকরা ভোটার হিসেবে ভোট দিতে পারবেন, তবে নির্বাচনে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজেদের একটি রাজনৈতিক দল দাবি করলেও দল হিসেবে সঠিকভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি। “তারা সহিংস কর্মকাণ্ডে জড়িয়েছে, মানুষ হত্যা করেছে, দায় স্বীকার করেনি এবং সবসময় অন্যদের ওপর দোষ চাপিয়েছে”—বলেন ড. ইউনূস।
এ সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচনের বিলম্ব, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যু নিয়েও মতামত ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে