মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সুরুজ ফকির নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসী গণস্বাক্ষরসহ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযুক্ত সুরুজ ফকির উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের আনোয়ার ফকির ওরফে নিয়াত আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের অনুপস্থিতির সুযোগে সুরুজ ফকির অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। এ বিষয়ে গ্রামবাসী প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধামকি দেন।
এলাকাবাসীর অভিযোগ, উঠতি বয়সী তরুণরা পড়াশোনা ও কাজকর্ম ত্যাগ করে মাদক সহজলভ্য হওয়ায় আসক্ত হয়ে পড়ছে। এতে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিকার চেয়ে গত ৩ সেপ্টেম্বর গ্রামবাসী দুইশ’র বেশি মানুষের গণস্বাক্ষরসহ থানায় লিখিত অভিযোগ জমা দেন। তবে প্রায় এক মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। পাশাপাশি অভিযুক্তের পক্ষ নেওয়া কিশোর গ্যাংয়ের হামলার শঙ্কায় এলাকাবাসী আতঙ্কিত।
অভিযুক্ত সুরুজ ফকির এ বিষয়ে বলেন, "আগে মাদক ব্যবসা করতাম, মামলা আছে। তবে এখন আর ওই ব্যবসা করি না।"
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, "অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
একুশে সংবাদ/এ.জে