ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মে মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৩১ টাকা। রোববার সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সৌদি সিপি অনুযায়ী আন্তর্জাতিক বাজারে দাম কমায় এ সমন্বয় করা হয়েছে। এর আগে এপ্রিল মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।
এছাড়া, অটোগ্যাসের দামও ৮৪ পয়সা কমিয়ে নতুন মূসকসহ প্রতি লিটার ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
২০২৪ সালের তুলনামূলক হিসাবে দেখা গেছে, গত বছর ৭ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল মাত্র ৪ বার। এবারের এই হ্রাসকে সাময়িক স্বস্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর মে মাসের ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় সিপি অনুযায়ী (৫৯৭ ডলার/মেট্রিক টন) এ দাম সমন্বয় করা হয়েছে।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে
আপনার মতামত লিখুন :