AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সিইসি’র


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১১ পিএম, ২২ অক্টোবর, ২০২৫

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সিইসি’র

আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সিইসি বলেন,“আমরা আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল হবো, আমাদের সমাজ ততটাই সভ্য হবে। আমাদের ‘রুল অব ল’ সংস্কৃতি গড়ে তুলতে হবে, ‘রুল বাই ল’ নয়। নির্বাচনকালীন যেকোনো দায়িত্বই ন্যায্যতা, আইনসম্মততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।”

তিনি ইউএনওদের সমন্বয়ের ভূমিকার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।“নির্বাচনে উপজেলা পর্যায়ের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমেই দায়িত্ব সফলভাবে সম্পন্ন করা সম্ভব,” বলেন সিইসি।

চাপমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,“কোনো প্রেশারের কাছে নত হবেন না, নিজের আইনানুগ সিদ্ধান্তে অটল থাকবেন। নির্বাচন কমিশনও কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না এবং কর্মকর্তাদের অন্যায় নির্দেশ দেবে না। সব নির্দেশনা যাবে প্রচলিত আইন অনুযায়ী।”

সংকট ব্যবস্থাপনা নিয়েও সতর্ক নির্দেশনা দেন সিইসি নাসির উদ্দীন। তিনি বলেন,“যেকোনো ক্রাইসিস দেখা দিলে শুরুতেই তা মোকাবিলার চেষ্টা করুন। ঘটনার পর নয়, বরং সময়মতো উপস্থিত থেকে দায়িত্ব পালনই হবে সাফল্যের চাবিকাঠি।”

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন,“মানুষের শেখার কোনো শেষ নেই। এই প্রশিক্ষণকে গুরুত্ব সহকারে নিন এবং অর্জিত জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দিন।”

তিনি আরও জানান, আরপিও সংশোধনের পর নির্বাচন ম্যানুয়াল হালনাগাদ করা হবে এবং প্রশিক্ষণের কোনো অংশ বাদ পড়লে অনলাইন প্ল্যাটফর্মে তা সম্পন্ন করার ব্যবস্থা থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!