নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্ত করা হবে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটাররা ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য আয়োজিত নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
ইসি সানাউল্লাহ বলেন, “অ্যাপে থাকবে একটি ব্যালট। প্রবাসীরা সেখানে ভোট দিতে চান কিনা তা নির্বাচন করতে পারবেন—হ্যাঁ অথবা না হিসেবে।”
তিনি আরও বলেন, “এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্তমূলক। আমরা নির্বাচন কমিশন হিসেবে এটি দেখাতে চাই। এজন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।”
প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, ম্যাজিস্ট্রেটরা এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

