পটুয়াখালীর গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারের দাবিতে ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা খেয়াঘাট সড়কে সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কলিম উল্লাহ, ডাকুয়া ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক মাহমুদ হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, সহ-সভাপতি তারিকুল ইসলাম মুন্না, ছাত্র প্রতিনিধি মো. নাসির উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, “অবিলম্বে গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
দাবিসমূহ হলো— খেয়াঘাটের সর্বোচ্চ ভাড়া ৫ টাকা নির্ধারণ করা,প্রতি ঘণ্টায় অন্তত একটি ফেরি চালু রাখা ও জরুরি সেবার সময় তাৎক্ষণিক ফেরি ছাড়ার ব্যবস্থা করা,ফেরি ও খেয়ায় ভাড়ার তালিকা বোর্ডে প্রদর্শন করা,ঘাটে নিরাপত্তা, পর্যাপ্ত আলো ও পাকা রাস্তার ব্যবস্থা করা, ছাত্রছাত্রী ও প্রতিবন্ধীদের ভাড়া মওকুফ করা, প্রতিটি খেয়ায় সর্বোচ্চ ২০-২৫ জন যাত্রী পারাপারের সীমা নির্ধারণ করা।
বক্তারা প্রশাসনের দ্রুত উদ্যোগ কামনা করেন যাতে দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হয় এবং জনদুর্ভোগ লাঘব পায়।
একুশে সংবাদ/এ.জে