AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : ইউএনওদের ইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৭ এএম, ২২ অক্টোবর, ২০২৫

অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : ইউএনওদের ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাববহ নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনারগণ। উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশ্যে তারা বলেন, নির্বাচনে নিরপেক্ষতা রক্ষা করতে হবে এবং অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ইউএনওদের উদ্দেশ্যে এসব নির্দেশনা দেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব পালনে কারো ভয় পাওয়া যাবে না। সরকারি কর্মকর্তাদের সততা ও মনোবলই হচ্ছে নির্বাচন সফল করার মূল শক্তি। অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “আগে হয়তো অনেক ভয় ছিল, এখন সে পরিস্থিতি নেই। নির্ভয়ে দায়িত্ব পালন করুন, কমিশন আপনাদের পাশে আছে।”

অন্যদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ‘কনসিকোয়েন্সিয়াল’ নির্বাচন। ইউএনওদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। কারও পক্ষে অবস্থান নেওয়া যাবে না।”

তিনি জানান, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে মাঠ প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। মোবাইল কোর্টের কার্যক্রম হতে হবে নিয়মিত ও স্বচ্ছ।

একই অনুষ্ঠানে নির্বাচন পর্যবেক্ষণে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে বলেও জানান ইসি কর্মকর্তারা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!