‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য এবং ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) পত্নীতলা উপজেলা শাখা। কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সড়ক দুর্ঘটনায় নিহত মরহুমা জাহানারা কাঞ্চনসহ সকল নিহতদের আত্মার মাগফিরাত এবং নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক সুস্থতা কামনা করা হয়।
উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ডস্থ নিসচার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক ইউনুছার রহমান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
সভায় নিসচার সদস্যবৃন্দসহ স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে