AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আন্তরিক প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩২ পিএম, ১ মে, ২০২৫

শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আন্তরিক প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

শ্রমিকদের ন্যায্য অধিকার, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিতে আন্তরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন,শ্রমিকের ন্যায্য স্বীকৃতি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ড. ইউনূস জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে সরকার একটি রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে। এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় একটি সমন্বিত জাতীয় পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন,“ছাত্র-শ্রমিক-জনগণের অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে। তবে সেই বাংলাদেশ তখনই বাস্তবে রূপ নেবে, যখন শ্রমিকদের বাস্তব অবস্থা পরিবর্তন হবে।”

তিনি আরও বলেন,“শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক।”

এ সময় তিনি শ্রমিকদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরির ওপর জোর দিয়ে বলেন,“দেশ গড়তে হলে শ্রমিক-মালিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা গড়ে তুলতে হবে। সম্ভাবনার বিকাশ ঘটিয়ে শ্রমিকদের উন্নয়নেই দেশের উন্নয়ন নিহিত।”

 


একুশে সংবাদ//ঢ.প//এ.জে

Shwapno
Link copied!