মার্কিন সহযোগিতা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। চীন সফর শেষ দেশে ফিরে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।
এসময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিশ্বব্যাপী আমেরিকার সহায়তা ৯০ দিনের জন্য বন্ধ করা হয়েছে। এটা শুধু বাংলাদেশের জন্য নয়। আমেরিকার নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল।’
আমেরকিার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সম্প্রতি মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্দেশনার জেরে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড বাংলাদেশেও তাদের সহায়তা প্রদান স্থগিত করেছে। রোববার এক চিঠিতে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশসহ একাধিক দেশে সহায়তা স্থগিত করল ইউএসএইড বাংলাদেশসহ একাধিক দেশে সহায়তা স্থগিত করল ইউএসএইড সহায়তা প্রদান বন্ধ সংক্রান্ত একটি গোপন নথিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান বা নতুন সহায়তার বিষয়গুলো পর্যালোচনা এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত নতুন করে অর্থ ছাড় দেওয়া হবে না। আগামী ৮৫ দিনের মধ্যে বিদেশি সহায়তার বিষয়গুলো রিভিউ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম’ নীতির অংশ এই উদ্যোগ।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের ভিসা না পাওয়ায় বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের কুনমিংকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। চীনের ভিসা সহজ করা এবং ভিসা ফি কমানোর আহবান জানানো হয়েছে।’
পররাষ্ট্র উপদেষ্টা জানান, ব্রহ্মপূত্র নদীতে বাঁধ নির্মাণের বিষয়ে চীনকে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। তবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়নি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

