অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্রদের দাবির প্রতি সম্মান রেখে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব হবে না, তবে খুব দেরি হবে না এবং অতি বিলম্বও করা হবে না।
তিনি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের সবার সাথে আলোচনা করা হবে। সরকার নিজে ঘোষণাপত্র দেবে না, বরং ঐক্যমত্যের ভিত্তিতে তা সকল পক্ষের মধ্যে আলোচনা করে প্রস্তুত করা হবে।
তিনি আরও বলেন, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দলের সঙ্গে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে এটি প্রদান করা হবে।
মাহফুজ আলম বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে প্রধান বিষয় হচ্ছে ঐক্য। রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে বোঝা যাবে তারা কতটুকু সংস্কার চান এবং কীভাবে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসার পরই সংস্কারের কার্যক্রম শুরু হবে। সকলের মধ্যে ঐক্যমত পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঐক্যমত স্থাপন করতে পারলে সুষ্ঠু সমাধান আসবে।
মাহফুজ আলম বলেন, স্থানীয় নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রশাসক দ্বারা সেবা পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়ে এবং জনগণ পর্যাপ্ত সেবা পায় না। তবে স্থানীয় সরকার নির্বাচন হলে সেবা পৌঁছানো সহজ হবে এবং এটি জনগণের জন্য বেশি সুবিধাজনক হবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
একুশে সংবাদ/এনএস




একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

