AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশি-ভারতীয় বন্দি জেলেদের হস্তান্তর সম্পন্ন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৮ পিএম, ৫ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশি-ভারতীয় বন্দি জেলেদের হস্তান্তর সম্পন্ন

ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীর পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর সম্পন্ন হয়েছে, এমনটি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ড থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীকে গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে, দুই দেশের আটককৃত নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে, অন্যদিকে ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ হস্তান্তর কার্যক্রম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে সম্পন্ন হয়।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে, বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওনা হয়েছেন এবং সোমবার (৬ জানুয়ারি) চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রত্যাবাসিত জেলে ও নৌকর্মীদের পরিবার সদস্যরা চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন এবং এর মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সমাপ্ত হবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!