রাজধানীর গোপীবাগে নারায়ণগঞ্জগামী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ এবং মাওয়া-ভাঙ্গা রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করে কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেন, ট্রেনটি উদ্ধার করে লাইন সচল করার চেষ্টা চলছে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় সুন্দরবন এক্সপ্রেস আটকা পড়েছে।
লাইন ক্লিয়ার হলে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি চালানো হবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

