স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব পদে যোগদান করেন মো. জাহাংগীর আলম। গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়, যা ৩০ মে থেকে কার্যকর হয়।
জাহাঙ্গীর আলম এ বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে তার নিয়োগ বাতিলের জন্য দাবি উঠে।
একুশে সংবাদ/বিএইচ