সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।জেলা জজ মো. ইকবাল হোসেনের শাহজাদপুর চৌকি আদালতে আগমন উপলক্ষে বুধবার (৩০ জুলাই) বিকেলে শাহজাদপুর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির ভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা ও বর্ণিল আয়োজনে তাঁকে সংবর্ধিত করা হয়।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট হোসাইন শহিদ সোহরাওয়ার্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এ কে এম মতিয়ার রহমান, মো. আনোয়ার হোসেন ও অতিরিক্ত পিপি কে এম রায়হান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক অমলান কুমার জিশু, ট্রাইব্যুনাল-২ এর বিচারক সালমা খাতুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাশেদ তালুকদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক ইরফান উল্লাহ, শাহজাদপুর যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক গাজী জামশেদুল হক, সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দিন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলীসহ সিরাজগঞ্জ বিচার বিভাগের অন্যান্য বিচারকবৃন্দ।
এছাড়াও শাহজাদপুর চৌকি আদালতে কর্মরত আইনজীবীসহ স্থানীয় আইনজীবীবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

