AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শিক্ষকরা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৪৫ পিএম, ১১ জুন, ২০২৪
রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শিক্ষকরা

বরিশালের বেসরকারি শিক্ষকরা ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসবভাতা ও জাতীয়করণের দাবিতে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেন জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশালের নেতৃবৃন্দ।

এর আগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে একই দাবিতে মানববন্ধন করেন শতাধিক শিক্ষক।

এসময় বক্তারা বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিরাজমান বৈষম্য দূর করতে হবে। এ কারণে অবিলম্বে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। পাশাপাশি পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও ঘর ভাড়া প্রদানের দাবি জানানো হয়।’

ফেডারেশনের বরিশাল বিভাগের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন প্রমুখ বক্তব্য দেন।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!