সুইজারল্যান্ডের জেনেভায় যোগ দিতে স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১৬-১৮ মে ২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় “ফার্স্ট মিটিং অফ দি প্রিপারেটরী কমিটি ফর দি সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার্স অফ পার্লামেন্ট (২০২৫)" শীর্ষক সম্মেলনে যোগদিতে মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো: এনামুল হক সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সফরে স্পিকার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে "প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অফ উইমেন স্পীকার্স অফ পার্লামেন্ট"- শীর্ষক সভাতেও অংশগ্রহণ করবেন।
সফর শেষে স্পিকার আগামী ২০ মে দেশে ফিরবেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

