বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পরিবারের সদস্যদের নিয়ে পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করেছেন।
তিনি বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০২৪) বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি-১৩৭ যোগে মদীনার উদ্দেশ্যে যাত্রা করেন। ফ্লাইটটি চট্টগ্রামে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করে আজ রাতেই মদীনা পৌছানোর কথা রয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রী মক্কায় পবিত্র কাবা শরীফ তাওয়াফ ও ওমরা পালন ছাড়াও মক্কা ও মদীনায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর স্মৃতি বিজরিত বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করবেন।
আগামী ৪ মে পবিত্র ওমরা পালন শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

