AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খোলাবাজারে ডলারের দাম কমেছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৫ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৪
খোলাবাজারে ডলারের দাম কমেছে

দেশের খোলাবাজারে ডলারের দাম কমেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৩ টাকা ৮০ পয়সায়। এদিন রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসগুলো ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা বলছেন, গত সোমবার (২৯ জানুয়ারি) ডলারপ্রতি দর ছিল ১২৪ টাকা ২০ পয়সা। সেই হিসাবে ৩ দিনের ব্যবধানে কার্বমার্কেটে মার্কিন মুদ্রাটির মূল্য হ্রাস পেয়েছে ৪০ পয়সা। তবু বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দামের চেয়ে তা বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সর্বোচ্চ ১১১ টাকা ১০ পয়সায় ডলার কিনতে পারবে মানিচেঞ্জারগুলো। আর সর্বাধিক ১১২ টাকা ৬০ পয়সায় বিক্রি করতে পারবে তারা।

ক্রেতারা অভিযোগ করেছেন, বাংলাদেশ ব্যাংক ধার্য করা দামের চেয়ে বেশি দরে ডলার বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে এক্সচেঞ্জ মালিকরা দাবি করছেন, তারা বেঁধে দেয়া দরই রাখছেন।

আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ১১০ টাকা। এই রেটের চেয়ে খোলাবাজারে সর্বোচ্চ দেড় টাকা বেশি দাম রাখা যাবে। গ্রাহক হোসেন আলি বলেন, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা অধিক মুনাফা করছেন। ফলে ন্যায্য দরে তা পাওয়া যাচ্ছে না। এখন যা কমেছে সেটা সাময়িক বলে মনে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন চীনে উৎসবের আমেজ বিরাজ করছে। আসন্ন নববর্ষ বা বসন্ত উৎসব ঘিরে চলছে প্রস্তুতি। চীনের ঐতিহ্যবাহী রাশিচক্র অনুযায়ী চলতি বছর ড্রাগন বর্ষ।

নববর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেজন্য দেশটিতে বাংলাদেশের আমদানি ও রপ্তানি কমেছে। ফলে ডলারের ওপর চাপ কমেছে। তাই দরপতন ঘটেছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!