AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের নির্বাচনে অ্যামনেস্টির ১০ দফা মানবাধিকার সনদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৩ পিএম, ৫ জানুয়ারি, ২০২৪
বাংলাদেশের নির্বাচনে অ্যামনেস্টির ১০ দফা মানবাধিকার সনদ

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দফা ‘মানবাধিকার সনদ’ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির ওয়েবসাইটে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ সনদ প্রকাশ করা হয়।  

এতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের মূল পরিকল্পনায় মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের বিষয়টি যাতে থাকে—তা নিশ্চিতের জন্য সব দলের প্রতি আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার অনুযায়ী, মানবাধিকার রক্ষায় ঢাকার বাধ্যবাধকতার বিষয়টি মনে করিয়ে দিয়েছে সংস্থাটি। এসব চুক্তির মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর), ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস (আইসিইএসআর)। এছাড়া বাংলাদেশের সংবিধানে থাকা মানবাধিকার-সংক্রান্ত বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেছে সংস্থাটি।

নির্বাচন সামনে রেখে বাংলাদেশের জন্য দেয়া অ্যামনেস্টির ১০ দফা মানবাধিকার সনদের মূল বিষয়গুলো নিম্নরূপ:

১. মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন, তা রক্ষা করুন।

২. প্রতিবাদকে সুরক্ষা দিন।

৩. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করুন।

৪. গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটান।

৫. নারীর অধিকার রক্ষা করুন।

৬. ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষা করুন।

৭. মৃত্যুদণ্ড বাতিল করুন।

৮. জলবায়ুসংকট মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদক্ষেপ গ্রহণ করুন।

৯. হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ঘটনায় দায়মুক্তির অবসান ঘটান।

১০. করপোরেট দায়বদ্ধতা ও শ্রম অধিকার সমুন্নত রাখুন।

এ ১০ দফার প্রতিটির ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এছাড়া সবকটি দফায় পৃথকভাবে কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

 

Link copied!