প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো খাতে স্পেনের উদ্যোক্তদের বিনিয়োগকে স্বাগত জানাবে বাংলাদেশ।
বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাস বুধবার (১৩ ডিসেম্বর) বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় সালাস বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্পসহ বিনিয়োগে তার দেশের আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
স্পেনের রাষ্ট্রদূত বলেন, তাঁর দেশের হাসপাতাল ও কৃষি যন্ত্রপাতির মান খুবই ভালো।
ভবিষ্যেতে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যে থাকা সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

