গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে একটি পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ডেনিমেক লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, ভূমিকম্প শুরু হতেই সাততলা ভবনটি কেঁপে উঠলে কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ফায়ার অ্যালার্ম বাজানো হলে সবাই দ্রুত নিচে নামতে গিয়ে পদদলিত হন এবং অনেকেই পড়ে গিয়ে আহত হন।
আহত শ্রমিকদের স্বজনরা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা পঙ্গু হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিতে শুরু করেছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইয়িদা আফরোজ ইমা বলেন, “এ পর্যন্ত ৭০ থেকে ৮০ জন শ্রমিক হাসপাতালে রেজিস্ট্রেশন করেছেন। বেড স্বল্পতার কারণে স্বজনরা অনেককে অন্যান্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

