AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা কলেজ ছাত্রলীগে পদ প্রত্যাশীদের সিভি আহ্বান, সময় ৭ দিন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৪২ পিএম, ১৯ জুলাই, ২০২৩

ঢাকা কলেজ ছাত্রলীগে পদ প্রত্যাশীদের সিভি আহ্বান, সময় ৭ দিন

বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

 

কলেজটিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য কমিটি দিতে আগ্রহীদের বায়োডাটা আহ্বান করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সিভি জমা দিতে হবে।

 

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। কমিটিতে পদ প্রত্যাশীদের দুই কপি জীবন বৃত্তান্ত আগামী সাত দিনের মধ্যে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’

 

জীবন বৃত্তান্তের সঙ্গে যেসব সংযুক্তি প্রয়োজন (প্রতি কপিতে)১. এক কপি পাসপোর্ট সাইজের ছবি

২. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র

৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৪. জন্ম সনদের ফটোকপি

৫. সব বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি

৬. সর্বশেষ পাসকৃত পরীক্ষার বৈধ সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি এবং

৭. অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদের (যদি থাকে) ফটোকপি।

 

একুশে সংবাদ/হ.ক.প্র/জাহা

Link copied!