ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ জুন থেকে আবারও যাত্রা শুরু হচ্ছে ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী তিনটি যাত্রীবাহী ট্রেনের।
প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাংলাদেশ সফর করার পর আগামী মাসে তিনটি যাত্রীবাহী ট্রেন চালু হবে।
ভারতের এক কর্মকর্তা বলছেন, এখন যেহেতু সব কিছু স্বাভাবিক হয়ে এসেছে তাই দুই দেশে যাত্রীদেরই এ ট্রেন চালুর চাহিদা রয়েছে।
তিনটি ট্রেনের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ঢাকা টু কলকাতার মধ্যে চলাচল করে। বন্ধন চলে খুলনা টু কলকাতা মধ্যে চলাচল করে । আর মিতালী এক্সপ্রেস ঢাকা টু নিউ জলপাইগুড়ির পথে চলাচল করবে।
একুশে সংবসদ.কম/জ.ঢ.জা.হা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

