সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগ রয়েছে, এসব অ্যাকাউন্টে প্রায় ৬৫৩ কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এর আগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (নিঃ) মো. মনিরুজ্জামান আদালতে এ সংক্রান্ত আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, তৌফিকা করিম সাবেক মন্ত্রীর প্রভাব খাটিয়ে আদালতে আসামির জামিন, চাকরিতে নিয়োগ-বাণিজ্য, বদলি তদবিরসহ নানা অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেন। এ অর্থ দিয়ে ফ্ল্যাট, জমি ও গাড়ি কেনার পাশাপাশি বিদেশে পাচারের মাধ্যমে মানিলন্ডারিং করেন বলে তদন্তে উঠে এসেছে।
তদন্ত নথি অনুযায়ী, তৌফিকার নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকার বেশি জমা হয় এবং সেখান থেকে প্রায় ৫৬৬ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে এসব অ্যাকাউন্টে প্রায় ৮৭ কোটি টাকা স্থিতি রয়েছে।
সিআইডি বলছে, অভিযুক্ত ব্যক্তি সংঘবদ্ধভাবে অবৈধ অর্থ গ্রহণ ও পাচারের সঙ্গে জড়িত। এটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আদালত মনে করেন, অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ না করলে অর্থ অন্যত্র স্থানান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই ১১৪টি হিসাব ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে