AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে রায় ঘোষণা শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৫ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৫

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে রায় ঘোষণা শুরু

বিচার বিভাগের নিয়ন্ত্রণ ও স্বাধীনতা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের রায় ঘোষণা শুরু করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এ রায় ঘোষণা প্রক্রিয়া শুরু হয়।

এর আগে গত ১৩ আগস্ট শুনানি শেষে এ বিষয়ে রায় ঘোষণার দিন নির্ধারণ করেন আদালত। ওইদিন রিটের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ইন্টারভেনর হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আহসানুল করিম।

প্রথমে মামলাটি বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চে শুনানির অপেক্ষায় থাকলেও তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ায় বেঞ্চ ভেঙে যায়। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন বেঞ্চ গঠন করেন।

রিটটি দায়ের হয় গত বছরের ২৫ আগস্ট। ১০ জন আইনজীবীর পক্ষে শিশির মনির ওই আবেদনে ১৯৭২ সালের সংবিধানের মূল ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশনা চান। আদালত তখন রুল জারি করে জানতে চেয়েছিল— বর্তমান ১১৬ অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

বর্তমান সংবিধানে বলা হয়েছে, অধস্তন আদালতে কর্মরত বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। কিন্তু ১৯৭২ সালের মূল সংবিধানে এ দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর অর্পণ করা হয়েছিল।

এ অবস্থায় নির্বাহী বিভাগের প্রভাব বিচার বিভাগের ওপর কতটা প্রভাব ফেলছে— তা নিয়েই আদালতের রায়ের দিকে এখন সবার দৃষ্টি।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!