ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোনো বাধা থাকছে না। হাইকোর্টের স্থগিত আদেশ আপিল বিভাগে চেম্বার বিচারপতির দেওয়া আদেশের মাধ্যমে স্থায়ীভাবে বহাল রাখা হয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ নির্দেশ দিয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চের এই আদেশের ফলে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।
আদালতে ঢাবির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ডাকসুর সাধারণ সম্পাদক প্রার্থী এসএম ফরহাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।
বিস্তারিত আসছে...
একুশে সংবাদ/এ.জে