AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবেন না হাইকোর্ট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১২ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবেন না হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, এ বিষয়ে আপিল বিভাগ ইতোমধ্যে সিদ্ধান্ত দিয়েছে, তাই নতুন করে কোনো রিট শুনানি করা হবে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে মো. জুলিয়াস সিজার তালুকদারের দায়ের করা রিট শুনতে অস্বীকৃতি জানান তারা।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আকরাম হোসেন চৌধুরী রিটকারীর আইনজীবী সরদার আবুল হোসেনকে উদ্দেশ্য করে বলেন, “ডাকসু নির্বাচন নিয়ে আগে রিট হয়েছিল, তখন ফিরিয়ে দিয়েছিলাম। আপিল বিভাগও এতে হস্তক্ষেপ করেছে। তাই এ বিষয়ে আমরা আর কোনো রিট শুনব না।”

তিনি আরও বলেন, “আপনারা ভুল বুঝিয়ে রিটটি মেনশন করেছেন। যদি জানতাম এটি ডাকসু নির্বাচন সম্পর্কিত, তাহলে নিতাম না।”

পরে আদালত আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন জুলিয়াস সিজার তালুকদার। ওই রিটে ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন স্থগিত রাখার আবেদনও করা হয়।

চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে তার নাম ও ব্যালট নম্বর বাদ দেওয়ার সিদ্ধান্ত এবং তদন্ত কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করেই তিনি এ রিট করেন।

 

একুশে সংবাদ/কা.বে/এ.জে

Link copied!