AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ: ইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০২ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ: ইসি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদনকারী সংগঠনগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদমাধ্যমকে জানান, এই দুটি দলের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অন্যদিকে, ১২টি দলের বিষয়ে আরও যাচাই-বাছাই চলবে এবং সাতটি দলের আবেদন সরাসরি বাতিল করা হয়েছে।

ইসি সচিব বলেন, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করে। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। যাচাই শেষে এখন পর্যন্ত কেবল দুটি দলকে যোগ্য মনে হয়েছে— এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ। এনসিপিকে প্রতীক সংক্রান্ত একটি চিঠিও প্রদান করা হবে। তবে আনুষ্ঠানিক নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশিত হবে।

তিনি আরও জানান, তিনটি দলকে কমিশনের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে— বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। এছাড়া, আদালতের রায়ের ভিত্তিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও নিবন্ধন পাবে।

একইসঙ্গে, নয়টি দলের কার্যকারিতা নিয়ে অতিরিক্ত তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো: আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা এবং জনতা পার্টি বাংলাদেশ।

অন্যদিকে, মাঠপর্যায়ের তদন্তকৃত ২২ দলের মধ্যে সাতটি দলের আবেদন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া দলগুলো হলো: ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!