AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের মামলা বাতিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪২ পিএম, ৭ আগস্ট, ২০২৫

শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের মামলা বাতিল

আলোচিত আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলাটি বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ড. শহিদুল আলমের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।

এর আগে মামলাটি বাতিল চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছিল—ড. শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা কেন বাতিল করা হবে না।

২০১৮ সালের ৬ আগস্ট রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় শহিদুল আলমের বিরুদ্ধে এ মামলা করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ড. শহিদুল আলম ফেসবুকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনসাধারণকে উসকানিমূলক বার্তা দিচ্ছেন। এসব পোস্টের মাধ্যমে তিনি দেশ-বিদেশের বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়েছেন বলেও অভিযোগ করা হয়।

তবে হাইকোর্ট এ মামলা খারিজ করে দেওয়ায় দীর্ঘদিনের আইনি প্রক্রিয়ার অবসান হলো।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!