ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত হওয়ায় দুদকে শুরু হয়েছে তীব্র আলোচনা। এ অবস্থায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি হাইকোর্টে আসামি শাহ খসরুজ্জামানের করা রিট আবেদনের শুনানিতে আদালত মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন।
অভিযোগ রয়েছে, গুলশানের ইস্টার্ন হাউজিংকে অনিয়মতান্ত্রিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে বিনিময়ে একই ভবনে একটি ফ্ল্যাট নিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এ ঘটনায় চলতি বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিকসহ রাজউকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে থাকলেও আসামিপক্ষের আইনজীবীর চিঠিতে হঠাৎ এই স্থগিতাদেশের বিষয়টি জানতে পারে দুদক। ওই চিঠিতে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন।
হাইকোর্টের আদেশের ফলে মামলার তদন্ত কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছে দুদক।
দুদকের আইনজীবী এম এ আজিজ খান জানান, চলমান তদন্তের মধ্যে এমন স্থগিতাদেশ অনাকাঙ্ক্ষিত। এতে তদন্ত কাজ থমকে যাচ্ছে। এজন্য দ্রুত আপিল করার সিদ্ধান্ত হয়েছে, যাতে তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে আদালতের রায়ের জন্য উপস্থাপন করা যায়।
তিনি আরও বলেন, লিখিত আদেশে পুরো মামলার নয়, শুধুমাত্র রিটকারী খসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত স্থগিতের নির্দেশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ/স.ট/এ.জে