AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়েরবাজারে দাফনকৃত ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১২ পিএম, ৪ আগস্ট, ২০২৫

রায়েরবাজারে দাফনকৃত ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে সমাহিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১১৪ জন শহীদের মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারা অনুযায়ী ঢাকা জেলা প্রশাসককে এ প্রক্রিয়ায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে হবে, যিনি লাশ উত্তোলন এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম তদারকি করবেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউশনের অতিরিক্ত আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম আদালতে আবেদন করেন, যাতে রায়েরবাজার কবরস্থানে দাফন হওয়া ১১৪ জন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উত্তোলনের অনুমতি চাওয়া হয়।

আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন এলাকায় বহু নারী-পুরুষ নিহত হন। যাদের মধ্যে ১১৪ জনকে পরিচয়বিহীন ‘অশনাক্ত’ হিসেবে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।

ভবিষ্যৎ তদন্ত ও আইনি প্রক্রিয়ার সুবিধার্থে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

আদালত আবেদনের বিষয়বস্তু ও প্রয়োজনীয় নথি পর্যালোচনা করে আবেদন মঞ্জুর করেন এবং জেলা প্রশাসনকে মরদেহ উত্তোলন, পরীক্ষা ও স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!