গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধ চায়না দোয়ারি জাল আটক করে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন খাল-বিলে অভিযান চালিয়ে প্রায় ৫২টি চায়না দোয়ারি জাল (যার আনুমানিক দৈর্ঘ্য ২,০০০ মিটার) জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। জব্দকৃত জাল মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) দেবলা চক্রবর্তী।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মৎস্য অফিসের মাঠ পর্যায়ের সহায়ক কর্মীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে