২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে নরসিংদীর পলাশে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টায় পলাশ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পলাশ থানা শাখার সভাপতি মাওলানা নোমানুল করিম। যুব জমিয়তের সাধারণ সম্পাদক ক্বারী মো. ইসমাইল হোসেন হাসেমীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির নরসিংদী জেলা শাখার আহ্বায়ক মুফতি আব্দুর রহিম কাসিমী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তের পলাশ থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছোলাইমান গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসেন, চরসিন্দুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং জিনারদী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম।
বক্তারা ৫ আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। ইসলামপ্রিয় জনগণের অধিকার রক্ষায় জমিয়তের পথচলা অব্যাহত থাকবে।”
প্রধান অতিথি মুফতি আব্দুর রহিম কাসিমী বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে সরকারের গোপন চুক্তির মাধ্যমে দেশে কমিশনের অফিস স্থাপন করা হয়েছে। এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।”
জমিয়ত নেতারা অভিযোগ করেন, “এই অফিসের মাধ্যমে সমকামিতা, ট্রান্সজেন্ডার অধিকার ও কথিত বাক-স্বাধীনতার নামে ইসলামবিরোধী পশ্চিমা সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। একইসঙ্গে পার্বত্য চট্টগ্রামে একটি পৃথক খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রও বাস্তবায়নের আশঙ্কা রয়েছে।”
বক্তারা বলেন, “জুলাই-আগস্টে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশের সব ইসলামপ্রিয় জনগণকে জমিয়তের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।”
আলোচনা সভা শেষে এক বিশেষ মুনাজাতে দেশ, জাতি, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য দোয়া করা হয়।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

