AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুবদল নেতা হত্যা: সুব্রত বাইনকে ৭ দিনের রিমান্ডে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৪ পিএম, ৯ জুলাই, ২০২৫

যুবদল নেতা হত্যা: সুব্রত বাইনকে ৭ দিনের রিমান্ডে

রাজধানীর হাতিরঝিলে যুবদল নেতা মো. আরিফ সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (৯ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ জুন, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে সুব্রত বাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি দেখান আদালত। সেদিন তাকে কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল এলাকার নয়াটোলা মোড়ল গলিতে অবস্থিত ‍‍`দি ঝিল ক্যাফে’র সামনে গুলিবিদ্ধ হন যুবদল নেতা মো. আরিফ সিকদার। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আরিফ সিকদার ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক।

ঘটনার পরদিন আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে হাতিরঝিল থানায় সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত দায়িত্বে রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ।

এজাহারে আরও যাদের নাম উল্লেখ রয়েছে, তারা হলেন—ইয়াছিন (১৯), আসিফ হোসেন (২১), অনিক (১৯), মিরাজ (১৯), আশিক (১৯), ইফতি (২৪), জাফর ইমাম তরফদার মন্টু (৪০), রতন শেখ (৪৫) ও আলিফ (১৯)।

উল্লেখ্য, গত ২৭ মে সেনাবাহিনীর অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ চারজন অস্ত্রসহ গ্রেপ্তার হন। পরে, অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!