সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।
সেই সাথে নেপথ্যে কারা ছিলো তা তদন্তে কমিশন কেন নয় তা জানতে চেয়ে রুলও জারি করেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকে রুলের জবাব দিতে বলেছেন আদালত।
গত ২৫ অক্টোবর ২০২১ বঙ্গবন্ধু হত্যার ‘কুশীলব’ খুঁজতে তদন্ত কমিশন চেয়ে রিট করেন আইনজীবী সুবীর নন্দী দাস।
পরে এ রিট শুনানি করতে ২২ বার সময় নেয় রাষ্ট্রপক্ষ। সোমবারও সময় চায় রাষ্ট্রপক্ষ। তা নাকচ করেন আদালত।
শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজির রয়েছে।
একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :