AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গবন্ধু হত্যায় কুশীলবদের খুঁজতে কমিশন কেন নয়, হাইকোর্টে রুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪০ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৩

বঙ্গবন্ধু হত্যায় কুশীলবদের খুঁজতে কমিশন কেন নয়, হাইকোর্টে রুল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পেছনের ‘কুশীলবদের’ খুঁজে বের করতে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। 

 

সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। 

 

সেই সাথে নেপথ্যে কারা ছিলো তা তদন্তে কমিশন কেন নয় তা জানতে চেয়ে রুলও জারি করেন।

 

আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকে রুলের জবাব দিতে বলেছেন আদালত। 

 

গত ২৫ অক্টোবর ২০২১ বঙ্গবন্ধু হত্যার ‘কুশীলব’ খুঁজতে তদন্ত কমিশন চেয়ে রিট করেন আইনজীবী সুবীর নন্দী দাস।

 

পরে এ রিট শুনানি করতে ২২ বার সময় নেয় রাষ্ট্রপক্ষ। সোমবারও সময় চায় রাষ্ট্রপক্ষ। তা নাকচ করেন আদালত।

 

শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজির রয়েছে। 

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!