AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৪৪ পিএম, ১ ডিসেম্বর, ২০২৫

ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান

পাকিস্তান সরকার ভোক্তা পর্যায়ে পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার পেট্রোলের দাম ২ রুপি এবং ডিজেলের দাম ৪.৭৯ রুপি হ্রাস করা হয়েছে। ফলে ভোক্তাপর্যায়ে পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে ২৬৩.৪৫ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ২৭৯.৬৫ রুপি। আজ ১ ডিসেম্বর থেকেই এই মূল্য কার্যকর হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জ্বালানি তেলের এ মূল্যহ্রাসের বিষয়টি নিশ্চিত করে। মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি মূল্যায়ন ও ওগরা’র (অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি কমিশন) পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ওগরা পেট্রোলের দাম আরও ৩.৭০ রুপি কমানোর পরামর্শ দিয়েছিল, যা পুরোপুরি বিবেচনায় নেয়নি সরকার।

ওগরা কর্মকর্তারা আরও জানান, কুয়েতের আল-জৌর রিফাইনারির কয়েকটি ইউনিট পুনরায় চালু হওয়ায় পাকিস্তানে তেলের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। কুয়েতের সঙ্গে বিদ্যমান তেল আমদানি চুক্তির কারণে এ অতিরিক্ত সরবরাহ সরাসরি প্রভাব ফেলেছে পাকিস্তানের বাজারে, যা মূল্য কমাতে ভূমিকা রেখেছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ঘোষিত নতুন দাম আগামী ১৫ দিন পর্যন্ত বহাল থাকবে।

 

একুশে সংবাদ/ সাএ

Link copied!