AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৭ পিএম, ১ ডিসেম্বর, ২০২৫

কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী

কোকা–কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মঈন উল্লাহ চৌধুরীকে নিয়োগ দিয়েছে। মার্কেটিং, ডিস্ট্রিবিউশন ও ব্যবসায় ১৫ বছরের বেশি নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তার।

২০১৮ সালে কোকা–কোলা বাংলাদেশে কমার্শিয়াল ও ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার হিসেবে যোগ দিয়ে পরবর্তীতে তিনি ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। এ সময়ে ব্র্যান্ড শক্তিশালী করা, কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা ও বাণিজ্যিক প্রবৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

কর্মজীবনের শুরু ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে টেরিটরি অফিসার হিসেবে। পরবর্তীতে এরিয়া ম্যানেজার ও ব্র্যান্ড এক্সিকিউটিভ পদে দায়িত্ব পালন করেন। পরে বিকাশে হেড অব কাস্টমার এনগেজমেন্ট অ্যান্ড ক্লায়েন্ট সাপোর্ট হিসেবে কাজ করেন।

মঈন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন। কৌশলগত চিন্তা, সমন্বিত নেতৃত্ব ও ফলাফলভিত্তিক কাজের জন্য তিনি পরিচিত।

কোকা–কোলা ইন্ডিয়া অ্যান্ড সাউথওয়েস্ট এশিয়ার (আইএনএসডব্লিউএ) সিনিয়র ডিরেক্টর ড্যানিয়েল ফ্রান্সিসকো গার্সিয়া পারডোমো বলেন, “মঈনের নেতৃত্বে আমরা আরও শক্তিশালী হবো। তার বাণিজ্যিক দক্ষতা ও বাজারজ্ঞান আমাদের ব্যবসা ও সামাজিক উদ্যোগকে এগিয়ে নেবে।”

নিজের নিয়োগ প্রসঙ্গে মঈন বলেন, “বাংলাদেশের মানুষকে সতেজতার মুহূর্ত উপহার দিতে পারা গর্বের। আমাদের দুই বোতলজাতকরণ অংশীদার সিসিবিবিএল ও এএমএলের সঙ্গে কাজ করে আমরা আরও বড় প্রভাব সৃষ্টি করতে চাই।”

কোকা–কোলা বাংলাদেশ লিমিটেড দ্য কোকা–কোলা কোম্পানির পরোক্ষ সহযোগী প্রতিষ্ঠান। ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। সিসিবিবিএল ও এএমএলের মাধ্যমে কোকা–কোলা, স্প্রাইট, ফান্টা, কিনলি ও অন্যান্য পানীয় বাজারজাত করে থাকে।

 

কালের সমাজ/ সাএ

 

Link copied!