মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে দুইটি পৃথক অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন গঠিত অধিদপ্তর দুটি হলো— মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং কলেজ শিক্ষা অধিদপ্তর। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

