AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:২৬ পিএম, ১২ অক্টোবর, ২০২৫

লৌহজংয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিতে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়ন জাকের পার্টি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মাওয়া বাজার সংলগ্ন মৃধা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই জনসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের জাকের পার্টির সম্ভাব্য প্রার্থী হাজী মোহাম্মদ জাকির হোসেন জামি। সভায় মেদিনীমন্ডল ইউনিয়ন জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ বজলুর রহমান সভাপতিত্ব করেন। এছাড়া প্রধান সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও লৌহজং উপজেলা জাকের পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ নাঈমুর রহমান রমজান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মাওলা রতন, ঢাকা মহানগর (দক্ষিণ) খিলগাঁও থানা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও লৌহজং উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান লিটু, মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এসএম মহিউদ্দিন, লৌহজং উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক, মহিলা ফ্রন্টের নেতারা প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামের উদার নৈতিক মানবিক আদর্শে নিহিত সাম্য, সহনশীলতা, প্রগতিশীলতা, নাগরিক অধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও দেশপ্রেমের তাৎপর্য বর্তমান প্রজন্মকে অনুসরণ করতে হবে। তারা জোর দিয়ে বলেন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। আজ আমাদের প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি।

জনসভায় দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে একটি র‍্যালি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে তোবারক বিতরণ ও সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বিরাজমান পরিস্থিতিতে জনজীবনে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, সাম্য, প্রগতি, গনতন্ত্রের অগ্রগতি এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুসংহত করার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন জনসভা কর্মসূচি ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!