AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজা শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:১০ পিএম, ৯ অক্টোবর, ২০২৫

গাজা শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

গাজায় যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি কার্যকর করতে উভয় পক্ষকে শর্ত পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, “চুক্তি বাস্তবায়ন শুধু কাগজে নয়, মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে।”

গুতেরেস আরও বলেন, “সব জিম্মিকে মর্যাদার সঙ্গে মুক্তি দিতে হবে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাতের চূড়ান্ত সমাপ্তি টানতে হবে।”

বহুপাক্ষিক আলোচনার পর বৃহস্পতিবার ইসরায়েল ও গাজার শাসনগোষ্ঠী হামাসের মধ্যে নতুন গাজা শান্তিচুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও সৌদি আরব মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।

চুক্তি অনুযায়ী, ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং ৭২ ঘণ্টার মধ্যে ২০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে প্রায় এক হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিও রয়েছেন।

এ ছাড়াও রাফাহ সীমান্ত উন্মুক্ত করা, আহতদের মিশরে চিকিৎসার অনুমতি, এবং প্রতিদিন কমপক্ষে ৪০০ ট্রাক ত্রাণ গাজায় প্রবেশের ব্যবস্থা—চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত নাগরিকদের উত্তরাঞ্চলে ফেরার অনুমতিও থাকবে।

চুক্তি সইয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “গাজা এখন অনেক বেশি স্থিতিশীল হচ্ছে। এই অঞ্চল পুনর্গঠনে পার্শ্ববর্তী দেশগুলো ইতিবাচক ভূমিকা নিতে আগ্রহী, এবং যুক্তরাষ্ট্রও এই প্রচেষ্টায় অংশ নেবে যাতে স্থায়ী শান্তি নিশ্চিত হয়।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!