AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার



চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে মঙ্গল হরিজন (৫৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটে বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের চতুর্থ তলায়।

নিহতের ছেলে জানান, ব্যাংকের কাজের সময় শেষ হওয়ার পরও মঙ্গল বাড়ি ফেরেননি। পরে অফিসে গিয়ে দায়িত্বরত দারোয়ানের কাছে জানতে চান। দারোয়ান প্রথমে জানান, মঙ্গল বাড়ি গেছেন। কিন্তু ছেলের পুনরায় খোঁজ নেওয়ার পর দারোয়ান টয়লেটে গিয়ে দেখেন, মঙ্গলের মরদেহ পড়ে আছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচ্ছন্নতার কাজ করার সময় হঠাৎ হৃদরোগজনিত কারণে মঙ্গল হরিজনের মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোনি এলাকার বাসিন্দা ছিলেন।

চাঁদপুর সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মাহবুব আলম বলেন, “মঙ্গল শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তবে এরকম দুর্ঘটনা হবে তা আমরা ভেবে দেখিনি। তিনি একজন ভালো মানুষ ছিলেন।”

চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু জানান, “মঙ্গলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।”
ওসি (বাহার মিয়া) আরও বলেন, “এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!