AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিশরে গাজার যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৫৪ এএম, ৭ অক্টোবর, ২০২৫

মিশরে গাজার যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’

গাজায় যুদ্ধবিরতি স্থাপন নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক পরিবেশে’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আল জাজিরা।

মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন আল-কাহেরার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার (৬ অক্টোবর) মিসরের শার্ম আল-শেখ শহরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় হামাসের প্রতিনিধিদের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল অংশ নেয়।

সূত্র জানায়, আলোচনার প্রথম দিন ফলপ্রসূ ও ইতিবাচক পরিবেশে শেষ হলেও, এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আলোচনার দ্বিতীয় দিন মঙ্গলবার পুনরায় বসবেন প্রতিনিধিরা।

শার্ম আল-শেখে আলোচনায় অংশ নিতে ইসরায়েলি একটি প্রতিনিধি দলও সোমবারই সেখানে পৌঁছায়। তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য চুক্তির বিষয়টি এখনো গোপন রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সংলাপ গাজায় চলমান সংঘাত ও বেসামরিক হতাহতের ঘটনা বন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মিসরে চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাস কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি দিয়েছে।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমার মনে হচ্ছে আমরা এখন ভালো অগ্রগতি করছি। কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি, তবে আলোচনার পরিবেশ আশাব্যঞ্জক।”

তিনি আরও বলেন, “এটি এমন একটি প্রক্রিয়া যেখানে অনেক পক্ষ একসঙ্গে কাজ করছে। আমি মনে করি, এই চুক্তিটি সম্পন্ন করার সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।”

অন্যদিকে, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধবিরতির পাশাপাশি বন্দি ও জিম্মি বিনিময়ের পথ তৈরি করা। চুক্তি হলে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে, বিনিময়ে ইসরায়েলও নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!